নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে জামায়াতের দুই সমর্থককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব হোসন (৫৫) ও আজিজুল ইসলাম আজিজ (৩৫)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীররাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মঙ্গলবার ভোরে খালিশা চাপানী ইউনিয়নের কাকিনা চাপানী সার্বজনীন দুর্গা মন্দিরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মন্দিরের সভাপতি নলিনী মোহন রায় বাদী হয়ে বিকেলে থানায় মামলা করেন। রাতেই এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোতালেব ও আজিজুল ইসলাম আজিজ নামে জামায়াতের দুই সমর্থককে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসআই