ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মাহীর ‘মোদী স্টাইল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, এপ্রিল ১৫, ২০১৫
মাহীর ‘মোদী স্টাইল’ মাহী বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা: নির্বাচনী প্রচারণায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টাইল নিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী। ‘পরিচ্ছন্ন শহর, পরিচ্ছন্ন রাজনীতি’ স্লোগানে তিনি ভোটারদের মন জয়ে রাস্তায় ঝাড়ু দিলেন।


 
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরপুরের কালশী মোড়ে রাস্তা ঝাড়ু দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। ভারতীয় সরকারপ্রধান মোদী দেশের পরিচ্ছন্নতায় নিজেই রাস্তায় ঝাড়ু দিয়েছিলেন।
 
কালশী মোড়ে আয়োজিত একটি পথসভায় মাহী বলেন, মেয়র হলে আমার প্রধান এজেন্ডা হবে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। দুর্যোগ মোকাবেলায় সিটি কর্পোরেশনের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। কোথাও কোনো ভবন ধসে পড়লে যেন প্রাণহানি না ঘটে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা।

সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বলেন, আমাদের মূল স্লোগান হলো ‘এবার পরিচ্ছন্ন হবে শহর, পরিচ্ছন হবে রাজনীতি’।
 
পরে তিনি পূরবী সিনেমা হল মোড়, পল্লবী আবাসিক সড়ক, মিরপুর ১০ নম্বর গোলচক্কর, রোকেয়া সরণি, কাজীপাড়া ও বিআরটিএ সড়কে গণসংযোগ করেন।
 
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাহী তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছেন। এদিন বিকেল ৩টায় গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলন করে ইশতেহারটি প্রকাশের কথা জানিয়েছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকেএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ