ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নির্বাচনী আচারণবিধি ভেঙে বাবুলের ইশতেহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, এপ্রিল ১৫, ২০১৫
নির্বাচনী আচারণবিধি ভেঙে বাবুলের ইশতেহার ছবি : নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনী আচারণবিধি ভঙ্গ করেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন জাতীয় পার্টি সমর্থিত মেয়রপ্রার্থী বাহাউদ্দিন আহম্মেদ বাবুল।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ঢাকা উত্তরের এ মেয়রপ্রার্থী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।



নির্বাচন আচারণবিধিতে সুস্পষ্ট উল্লেখ রয়েছে, ‘কোনো প্রার্থী রঙিন পোস্টার ছাপাইতে পারিবে না। প্রার্থীদের পোস্টার সাদা-কালো হতে  হইবে এবং উহার আয়তন ২৩ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি হতে হইবে। এছাড়া নির্বাচনী প্রতীকের আকার দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কোনো ক্রমেই তিন মিটারের অধিক হইতে পারিবে না। নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী নিজ ছবি ও প্রতীক ব্যতীত কোনো রাজনৈতিক দলের নাম, প্রতীক বা কোনো রাজনৈতিক নেতার ছবি ছাপাইতে কিংবা ব্যবহার করিতে পারিবে না। ‘

এসব বিধি-নিষেধ থাকা সত্ত্বেও জাতীয় পার্টি সমর্থিত এ প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় পিছনে প্রতীকসহ নিজের ছবি সংবলিত ব্যানার ব্যবহার করেন।

ব্যানারে স্পষ্টভাবে লেখা রয়েছে- ‘জাতীয় পার্টি  ঢাকা মহানগর উত্তর। ’ যা নির্বাচনী আচারণবিধির চরম লঙ্ঘন।

তবে ইশতেহার ঘোষণার সময় নির্বাচনী আচারণবিধি পুঙ্খানুপুঙ্খভাবেই পালন করছেন বলেন জানান জাপা সমর্থিত মেয়রপ্রার্থী বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সংসদ সদস্য এম এ  হান্নান, প্রেসিডিয়াম সদস্য আলহাজ এম এ মান্নান, সুনীল শুভ রায়, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম নুরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসএম/টিআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ