ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মহাখালী-নাখালপাড়ায় জোনায়েদ সাকির গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, এপ্রিল ১৫, ২০১৫
মহাখালী-নাখালপাড়ায় জোনায়েদ সাকির গণসংযোগ

ঢাকা: রাজধানীর মহাখালী কাঁচাবাজার থেকে নাখালপাড়া রেলগেট পর্যন্ত এলাকায় নির্বাচনী জনসংযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী জোনায়েদ সাকি।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা জোনায়েদ সাকি তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন।



নাখালপাড়া এলকায় প্রচারণাকালে সাধারণ বাসিন্দা অভিযোগ করেন যে, সিটি কর্পোরেশন বলে যে কোন কিছুর অস্তিত্ব আছে, নির্বাচন না এলে তারা টেরই পান না। বর্ষায় কাদাপানি আর গরমে ধুলোর আক্রমণে তারা অস্থির থাকেন। ওয়াসার পানিতে দুর্গন্ধ, রাতের বেলা বহু গলিতে পর্যাপ্ত বাতি না থাকায় নিরাপত্তাহীনতা প্রকট। রাস্তায় যখন তখন খোড়াখুড়ি চলে। তারপর সেভাবেই রাস্তা ফেলে রাখা হয়।

এ সময় জোনায়েদ সাকি বলেন, গ্যাস-পানি-বিদ্যুৎ আলাদা আলাদা কর্তৃপক্ষের হাতে থাকার কারণে অপচয় আর দুর্নীতির মাত্রা বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। তিনি মেয়র নির্বাচিত হলে নগর-সরকার প্রতিষ্ঠা করে এই অবস্থার নিরসনে সর্বোচ্চ উদ্যোগ নেবেন।

বাসযাত্রীদের সমস্যা নিয়ে তিনি অঙ্গীকার করেন, বিআরটিসি যথেষ্ট পরিমাণ বাস না নামালে সিটি কর্পোরেশন প্রয়োজনে বাস নামিয়ে নাগরিকদের প্রাত্যহিক অপমান আর সময়ক্ষেপণ থেকে রক্ষা করবে।

মেয়র নির্বাচিত হলে ধুলো-ময়লা রাস্তার পাশে স্তূপ করে রাখা হবে না, রাতের মাঝেই গাড়ি দিয়ে সরিয়ে নেওয়া হবে বলেও এলাকাবাসীর কাছে অঙ্গীকার করেন এই মেয়র প্রার্থী।

এ সময় তার সাথে ছিলেন শ্রমিকনেতা বাচ্চু ভূঁইয়া, অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি প্রবীর সাহাসহ স্থানীয় নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
পিআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ