ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নারীবান্ধব ঢাকা গড়ার প্রতিশ্রুতি ক্বাফীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, এপ্রিল ১৮, ২০১৫
নারীবান্ধব ঢাকা গড়ার প্রতিশ্রুতি ক্বাফীর আবদুল্লাহ আল ক্বাফী

ঢাকা: নারীবান্ধব ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সমর্থিত মেয়রপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী।

শনিবার (১৮ এপ্রিল’২০১৫) সকাল সাড়ে ১১টায় কারওয়ান বাজার এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের এই প্রার্থী।



প্রচারকালে ক্বাফীর সঙ্গে ছাত্র ইউনিয়নের সাবেক ৯জন সভাপতি অংশ নেন।

এর আগে তিনি পহেলা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যান গেটে নারীদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তিনি ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

সেখান থেকে তিনি কারওয়ান বাজারে যান নির্বাচনী গণসংযোগে। কারওয়ান বাজার থেকে মোহাম্মদপুর নূরজাহান রোড, শিয়া মসজিদ, বাবর রোড, তাজমহল রোড, শ্যামলী হয়ে কল্যাণপুর ও গাবতলী এলাকায় গণসংযোগ করেন ক্বাফী।

গণসংযোগকালে আবদুল্লাহ আল ক্বাফী নারীবান্ধব ঢাকা মহানগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি যানজট ও দুষণমুক্ত ঢাকা গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, আসলাম খান, শরিফুজ্জামান শরিফ, লুনা নূর, খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দেব, ফেরদৌস আহমেদ উজ্জ্বল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসকে/আরএম/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।