ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভোটের মাঠে খালেদা, বিচলিত নন আনিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৯, এপ্রিল ১৯, ২০১৫
ভোটের মাঠে খালেদা, বিচলিত নন আনিস আনিসুল হক

ঢাকা: ভোটের মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই নেমে আসাতে মোটেই বিচলিত নন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।
 
শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টায় বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এমন প্রতিক্রিয়াই ব্যক্ত করেন।


 
আনিসুল হক বলেন, এটা স্বাভাবিক। তিনি (খালেদা জিয়া) সাবেক প্রধানমন্ত্রী, একটি দলের প্রধান, তার সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতেই পারেন। এটা একদম সাধারণ ব্যাপার।

আমি মনে করি, ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে এবং সবচেয়ে ভালো প্রার্থীকেই মেয়র হিসেব মনোনীত করবেন। যিনি ভালো, তিনিই জয়ী হবেন।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসএম/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।