ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ঢাকা সিটি নির্বাচনে সেনা মোতায়েন চায় ২ সংগঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, এপ্রিল ২০, ২০১৫
ঢাকা সিটি নির্বাচনে সেনা মোতায়েন চায় ২ সংগঠন ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কারাবন্দি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদসহ ২০ দলীয় জোটের সকল নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি ও আসন্ন ঢাকা সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ ও গণতান্ত্রিক সামাজিক সংগঠনসূমহ।

সোমবার‍(২০ এপ্রিল’২০১৫) দুপুরে ভাসানী মিলনায়তনে আয়োজিত নাগরিক সমাবেশে সংগঠন দুটির পক্ষ থেকে  এ দাবি জানানো হয়।



সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহযোগী সংগঠন ঐক্য পরিষদের উপদেষ্টা বিগ্রে: জে:(অব.) আ স ম হান্নান শাহ্ বলেন, যদি সরকার ভোটের দিন সেনা মোতায়েন না করে তাহলে বোঝা যাবে তারা নির্বাচনে সঠিকভাবে লেভেল ফিল্ড প্লেইং করছে না। অবশ্যই ঐদিন সবগুলো কেন্দ্রে সেনা মোতায়েন করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের অনেক মন্ত্রী বলেছেন নির্বাচনের সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন নেই। জনগণের সাথে সম্পৃক্ত নন বলেই তারা এমনটি মনে করেন। সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হোক এটা জনগণের পক্ষ থেকেই আমাদের দাবি।

তিনি বলেন, সাঈদ খোকন তার বাবা হানিফের নামে পরিচিতি। বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের ভোটে জেতার জন্য বাবার নাম প্রয়োজন নেই। তিনি নিজের নামেই সবার কাছে পরিচিত।

বিএনপি সমর্থিত সকল প্রার্থীকে আসন্ন ভোটের দিন ভলান্টিয়ার হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলকে সুগঠিত করা সুযোগ এসেছে। মনে কোন প্রকার দ্বিধা দ্বন্দ্ব না রেখে আপনারা কাজ করে যাবেন। জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে ২৮ তারিখ (সিটি নির্বাচন) আমাদের বিজয় সুনিশ্চিত।

সহযোগী সংগঠনের সাধারণ সম্পাদক মি্ঞা মো. আনোয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ, এনডিপির ভারপ্রাপ্ত মহাসিচব মঞ্জুর হোসেন ঈসা, জাতীযতাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মো শা্হজাহান মি্ঞা সম্রাট, জাতয়তাবাদী বন্ধু দলের সভাপতি শরীফ মোস্তফাজামান লিটু,  কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরদার বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
জেডএফ/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।