ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আনিসুলের ‘নাগরিক সমস্যা ও প্রত্যাশা’ সমীক্ষার প্রতিবেদন প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, এপ্রিল ২০, ২০১৫
আনিসুলের ‘নাগরিক সমস্যা ও প্রত্যাশা’ সমীক্ষার প্রতিবেদন প্রকাশ আনিসুল হক

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা উত্তর সিটির নাগরিকদের উপর একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছেন মেয়রপ্রার্থী আনিসুল হক।

সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে গুলশান স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘নাগরিক সমস্যা ও প্রত্যাশা’ শীর্ষক এক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়।



আনিসুল হকের নির্বাচনী কর্মীবাহিনী ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডের নানাবিধ সমস্যা চিহ্নত করে এই সমীক্ষা প্রতিবেদন তৈরি করে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব সমস্যা সমাধানে করণীয় কী হবে-এ বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক।

একটি মানবিক নগর গড়ার লক্ষ্যে জনমতের ভিত্তিতে অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনার অংশ হিসেবেই ওই সমীক্ষা করা হয়েছে বলে জানান আনিসুল।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।