ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খালেদার গাড়িবহরে হামলায় বি. চৌধুরীর নিন্দা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৯, এপ্রিল ২১, ২০১৫
খালেদার গাড়িবহরে হামলায় বি. চৌধুরীর নিন্দা অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

সোমাবার (২০ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।



বিবৃতিতে বি. চৌধুরী বলেন, নির্বাচনের সময় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকা বাঞ্ছনীয়। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সবার নিরাপত্তা বিধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব। খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় আমি ক্ষুব্ধ ও মর্মাহত। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

সরকার যদি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না করে, তাহলে সরকারই এ ঘটনার সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে সন্দেহ তৈরি হতেই পারে বলে তিনি বিবৃতিতে জানান।  

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এমএম/এসএস

** শুধু হামলাই নয়, খালেদাকে গুলিও করা হয়েছিল
** ভোট চাইতে গিয়ে হামলার কবলে খালেদা
** টানা তৃতীয় দিনে ভোটের মাঠে খালেদা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।