ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সাঈদ খোকনসহ ১৬ প্রার্থীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৫, এপ্রিল ২১, ২০১৫
সাঈদ খোকনসহ ১৬ প্রার্থীর জরিমানা

ঢাকা: নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে সাঈদ খোকনসহ তিন সিটি করপোরেশন নির্বাচনের ১৬ প্রার্থীর বিরুদ্ধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ এপ্রিল) রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এসএম আসাদুজ্জামানের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



আসামি প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মো. সেলিম (৫ হাজার টাকা), সাঈদ খোকন (৮ হাজার টাকা), খলিলুর রহমান (২ হাজার টাকা) ও শহিদুল ইসলাম (১ হাজার টাকা)।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে রয়েছেন ১৭ নং ওয়ার্ডের প্রার্থী ইসহাক ভূইয়ার ড্রাইভার সফিকুল ইসলাম (৩ হাজার টাকা), সুলতান জিসান (৫শ’ টাকা) ও মশিউর রহমান (সতর্ক)।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে রয়েছেন এরশাদ মামুন (৫ হাজার টাকা), জসিম উদ্দিন (৫ হাজার টাকা), আলহাজ নুরুল ইসলাম (২০ হাজার টাকা), বিল্লাল হোসেন (৩ হাজার টাকা), এস এস খালেদ বাবলু (৫ হাজার টাকা), বাবলু (৩ হাজার টাকা), রিতাশ উদ্দিন (৫ হাজার টাকা), রবিউল হাসান (৫ হাজার টাকা) ও মো. চন্দন (৫ হাজার টাকা)।

সময়: ০৪১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
ইইউডি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।