ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় বিএনপির মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, এপ্রিল ২১, ২০১৫
বগুড়ায় বিএনপির মিছিলে পুলিশের বাধা

বগুড়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির বের করা বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের সূত্রাপুর এলাকা থেকে বের করে মিছিলটি শহরের ইয়াকুরিয়া মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।



সেখানে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের কেন্দ্রস্থল সাতমাথার দিকে এগোনোর চেষ্টা করালে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এ সময় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না প্রমুখ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় বিএনপির মিছিলে বাধা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
ফোন-টিএমএম/আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।