ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, এপ্রিল ২১, ২০১৫
বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় ইসি সচিবালয়ে গিয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবে প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

সিইসির একান্ত সচিব একেএম মাজাহারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য বিএনপির প্রতিনিধি দলটি সময় চেয়েছিল। সিইসি তাদের সাক্ষাতের জন্য বিকেল ৫টায় সময় দিয়েছেন।

এর আগে, ২০ দলীয় জোট নেতারা দু’দফায় সিইসির সঙ্গে সিটি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
ইডি/জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।