ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নিরাপদ নগরের প্রতিশ্রুতিতে মাহীর প্রচারণা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, এপ্রিল ২১, ২০১৫
নিরাপদ নগরের প্রতিশ্রুতিতে মাহীর প্রচারণা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নিরাপদ নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁও সংলগ্ন তালতলা থেকে প্রচারণা শুরু করেন তিনি।


 
এদিন শ্যামলী থেকে প্রচার শুরু করার কথা থাকলেও দুপুরে তালতলায় প্রথম গণসংযোগ করেন মাহী।
 
স্থানীয়দের কাছে ‘ঈগল’ প্রতীকে ভোট চেয়ে মাহী বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর নগরী পেতে ‘ঈগল’ মার্কায় ভোট দিন।
 
মাহী বলেন, মানুষ পরিবর্তন চায়, তারুণ্যের শক্তি দিয়ে শহরের পরিবর্তন করতে হবে। নিরাপদ ও বসবাসের উপযোগী নগরী গড়তে যোগ্য মেয়র প্রয়োজন।
 
সাধারণ মানুষের সঙ্গে হাত ও বুক মিলিয়ে তিনি নির্বাচনে জয়ের জন্য আশীর্বাদ চান।
 
এদিন রোকেয়া সরণি, শেওড়াপাড়া, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, নতুনবাজার রুটে পথসভায় বক্তব্য ও গণসংযোগের কথা রয়েছে মাহীর।
 
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসকেএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।