ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আনিসুলের বিরুদ্ধে ইসিতে ৪ অভিযোগ তাবিথের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, এপ্রিল ২১, ২০১৫
আনিসুলের বিরুদ্ধে ইসিতে ৪ অভিযোগ তাবিথের আনিসুল হক ও তাবিথ আউয়াল

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার চারটি অভিযোগ এনেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ফ্যাক্সযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের কাছে এসব লিখিত অভিযোগ জমা দেন তাবিথ।



সিইসি’র একান্ত সচিব মাজহারুল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে বলেন, আনিসুল হকের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ করেছেন তাবিথ। সেগুলো হলো- তার প্রচারণায় সময় মাইক ভেঙে ফেলা, তার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা, তার পক্ষে প্রচারণায় সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও তার প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের পুলিশি হয়রানি।

তিনি আরও জানান, অভিযোগগুলো সিইসির কাছে জমা দেওয়া হয়েছে। তিনি দেখে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
ইইউডি/আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।