বরিশাল: ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচার চালানোর সময় কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ করেছে বরিশাল জেলা এবং মহানগর বিএনপি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বরিশাল মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টুর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বরিশাল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মন্টু খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আহম্মেদ বাবলু, সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট আক্তার হোসেন মেবুল, যুবদল নেতা নাসির হাওলাদার, জাহিদ হোসেনসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।
এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর হামলার ঘটনা বরদাস্ত করা হবেনা। বিএনপির নেতাকর্মীরা এর জবাব দিতে জানে। সরকার যদি সুষ্ঠু নির্বাচন চাইতো তাহলে এমন হামলা চালাতে পারত না।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে সদর রোড প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধায় দলীয় কার্যালয়েল সামনেই মিছিলটি শেষ করা হয়।
এসময় নেতাকর্মীরা বুধবার ঢাকা-চট্টগ্রাম বাদে দেশব্যাপী হরতাল সফল করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএইচ