ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আনিসুল-খোকন-নাছিরকে ইসলামী জোটের সমর্থন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, এপ্রিল ২৪, ২০১৫
আনিসুল-খোকন-নাছিরকে ইসলামী জোটের সমর্থন আনিসুল হক, সাঈদ খোকন ও আ জ ম নাছির

ঢাকা: আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক, সাঈদ খোকন ও আ জ ম নাছিরকে সমর্থন দিয়েছে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট।
 
শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ সমর্থন দেওয়া হয়।


 
সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলনের নামে শত শত মানুষ হত্যা করেছে বিএনপি। গণতন্ত্র পুনুরুদ্ধারের নামে দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে তারা। দেশকে আবারও অস্থিতিশীল করতে সিটি কর্পোরেশন নির্বাচনে এসেছে দলটি।
 
সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র-কাউন্সিলর প্রার্থীরা নির্বাচিত হলে আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে বলে মন্তব্য করেন তিনি।
 
পেট্রোল বোমা মেরে যারা মানুষ হত্যা করেছে তাদের উচিত জবাব দিতে আনিসুল হক, সাঈদ খোকন ও আ জ ম নাছিরকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান জিয়াউল হাসান।
একই সঙ্গে খালেদা জিয়া সমর্থিত মেয়র-কাউন্সিলর প্রার্থীদের ভোট না দিয়ে প্রতিহত করারও আহ্বান জানান তিনি।
 
সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি মুফতি জোবাইদ আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন ফোরকান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।