ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বায়তুল মোকাররমের উন্নয়নের প্রতিশ্রুতি খোকনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, এপ্রিল ২৪, ২০১৫
বায়তুল মোকাররমের উন্নয়নের প্রতিশ্রুতি খোকনের ছবি : নাজমুল হাসান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উন্নয়নে নিজেকে নিবেদিত রাখার প্রতিশ্রুতি দিয়ে মুসল্লীদের কাছে ভোট চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোশেন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বায়তুল মোকাররমে উপস্থিত মুসল্লীদের সঙ্গে জুমার নামাজ পড়েন তিনি।



জুমার নামাজ শেষে মোনাজাতের আগে সবার কাছে দোয়া চেয়ে সাঈদ খোকন বলেন, সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো। বায়তুল মোকাররম মসজিদের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। মসজিদের উন্নয়নে যা যা করার দরকার, তাই করবো।

খোকন বলেন, আমার পিতা সফল মেয়র হিসেবে ঢাকা সিটি করপোরেশনের উন্নয়ন করেছেন। আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আপনাদের উন্নয়নে কাজ করতে চাই।

পিতার কথা স্মরণ করে আওয়ামী লীগ সমর্থিত এই মেয়রপ্রার্থী বলেন, আমার পিতার জানাজার নামাজ এই মসজিদে হয়েছে। আমার নানা এই মসজিদে নামাজ পড়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচিত হলে সবার উন্নয়নে কাজ করবো।

এর আগে সকালে নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় গণসংযোগের সময় রাজধানীর যানজট নিরসনসহ বিভিন্ন উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন খোকন।

মেয়র নির্বাচিত হলে পরদিন থেকেই অগ্রাধিকার ভিত্তিতে যানজট নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

বিকেলে খিলগাঁও এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে সাঈদ খোকনের।

** ‘জনগণই আমার সেনাবাহিনী’

বাংলাদেশ সময় : ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসএমএ/আরএম/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।