ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খালেদার গাড়ি বহরে হামলার প্রতিবাদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, এপ্রিল ২৪, ২০১৫
খালেদার গাড়ি বহরে হামলার প্রতিবাদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নয়াপল্টনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

  

সভায় গাড়ি বহরে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদের ওপর হামলার নিন্দাও জানানো হয়।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনী, সহ সভাপতি মো. ইউনুস সোহাগ, কেন্দ্রীয় সহ সভাপতি নুরুন নবী নবীন, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ লিটন, সহ সাংগঠনিক সম্পাদক মাহতাব চৌধুরী সোহাগ, প্রচার সম্পাদক শাহীন খন্দকার, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজাসহ আরও অনেকে।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।