ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নগর সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার সাকির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, এপ্রিল ২৪, ২০১৫
নগর সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার সাকির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, হানাহানির রাজনীতি নিয়ে মানুষ আজ বীতশ্রদ্ধ। গুম-খুন-পেট্রোলবোমা ও নারীর ওপর নিপীড়নের রাজনীতির অবসান চায় জনগণ।



বাংলাদেশের মানুষ আজ নতুন রাজনীতির সন্ধান করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে স্থাপিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে এ দিনের প্রচার‍াভিযান শুরু করেন সাকি।

এ সময় তার সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবুল হাসান রুবেল, শ্রমিক নেতা তাসলিমা আখ্‌তার, জুলহাসনাইন বাবু, দীপক রায়, অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম প্রমুখ।

এরপর জোনায়েদ সাকি মালিবাগ চৌধুরী পাড়া, খিলগাঁও, তালতলা, বনশ্রীতে সকালের জনসংযোগ পরিচালনা করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে কর্মসূচি শেষ করেন।

বিকেল ৪টায় তিনি ইব্রাহিমপুর, কচুক্ষেত ও ক্যান্টনমেন্ট এলাকায় জনসংযোগে নামেন এবং টেলিস্কোপ মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের রাজনীতির সূচনা করার আহবান জানান।

জনসংযোগকালে জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, দুর্নীতি-অব্যবস্থাপনা-অপচয় সিটি কর্পোরেশনকে একটি অকার্যকর সংস্থায় পরিণত করেছে। ঢাকা নগরে তাই কোনো মানুষের নাগরিক মর্যাদা নেই।

জোনায়েদ সাকি বলেন, হানাহানির রাজনীতি নিয়ে মানুষ আজ বীতশ্রদ্ধ। গুম-খুন-পেট্রোলবোমা-সন্ত্রাস-নারীর ওপর নিপীড়নের রাজনীতির অবসান চায় জনগণ। জনগণ অবসান চায় দুর্নীতি অপচয় আর ভোগান্তিরও। বাংলাদেশের মানুষ আজ নতুন রাজনীতির সন্ধান করছে।

পরিবর্তনের পক্ষে জনগণের জাগরণ টের পেয়ে সরকার নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এই মেয়র প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২১০৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।