ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নির্বাচনে সেনা না নামানোয় ইসলামী আন্দোলনের ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, এপ্রিল ২৪, ২০১৫
নির্বাচনে সেনা না নামানোয় ইসলামী আন্দোলনের ক্ষোভ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম

ঢাকা: ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী না নামানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।



বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন দলমতের মানুষ সিটি নির্বাচনে সেনাবাহিনী নামানোর ব্যাপারে একমত হলেও, নির্বাচন কমিশন কার ইশারায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করেছে, তা দেশবাসী জানতে চায়।

ঢাকার দুই সিটিতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবশ্যই সেনা মোতায়ন করতে হবে, বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল, ২০১৫
এলকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।