ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

তেজগাঁও থেকে শুরু আনিসুল হকের প্রচারণা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, এপ্রিল ২৫, ২০১৫
তেজগাঁও থেকে শুরু আনিসুল হকের প্রচারণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি। প্রার্থীদের প্রচারণা এবং গণসংযোগের সময়ও ফুরিয়ে আসছে দ্রুত।

তাই বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রচারণা ও গণসংযোগে মহাব্যস্ত প্রার্থীরা।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই শনিবার ( ২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও থেকে প্রাচারণা শুরু করবেন ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আনিসুল হক।  

আনিসুল হকের প্রেস উইং সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২টায় তেজগাঁও কলেজ মিলনায়তনে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের নির্বাচনী প্রাচারণা শুরু করবেন আনিসুল।

বিকেল সোয়া ৪টায় তিনি মিরপুরের পল্লবী থানার সামনে হারুন মোল্লা মাঠে একটি কনসার্টে যোগ দেবেন।

দেশের খ্যাতনামা শিল্পীদের নিয়ে এ কনসার্টের অন্যদের মধ্যে গান গাইবেন কণ্ঠশিল্পী মমতাজ।

পরে বিকেল সোয়া ৫টা থেকে উত্তরায় তিনি গণসংযোগ ও প্রচারণা কাজ চালাবেন বলে প্রেস উইং নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এমএম/এমএইচপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।