ঢাকা: একটা গান শুনাবো, শুনেন দিয়া মন। এপ্রিল মাসের ২৮ তারিখ ঢাকায় নির্বাচন।
এ গানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনিসুল হকের পক্ষে ভোট চাইলেন সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ।
মিরপুরের হারুন মোল্লা মাঠে আনিসুল হকের আয়োজিত এক নির্বাচনী সভায় মমতাজের গান ছাড়াও অনেকে বক্তব্য রাখেন।
এর আগে শুক্রবার বিকেলে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে ‘সমাধান যাত্রার গান’ নামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আনিসুলের জন্য ভোট চান তিনি।
হারুন মোল্লার মাঠে মমতাজ ছাড়াও আরও কয়েকজন কণ্ঠশিল্পী আনিসুল হকের জন্য ভোট চান।
অনুষ্ঠানে শিল্পীরা বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য আনিসুল হক’ই যোগ্য প্রার্থী।
তারা বলেন, ঢাকার সমস্যা চিহ্নিত, এখন প্রয়োজন এসব সমস্যার সমাধান। আর সমাধানের জন্য আসিনুল হকের মত যোগ্য প্রার্থী প্রয়োজন।
আনিসুল হক বলেন, মেয়র হয়ে আমি আপনাদের সমস্যা সমাধান করব। যাতে আপনাদের পাশে থাকতে পারি সেজন্য ঘড়ি প্রতীকে ভোট দেন।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এবারে সবচেয়ে যোগ্য ও সেরা প্রার্থী হচ্ছেন আনিসুল হক।
সৎ মানুষ সব সময় সাধারণ মানুষের পাশে থাকে।
আমি মনে করি আনিসুল হক একজন সৎ মানুষ হিসেবে সবসময় আপনাদের পাশে থাকবেন।
বিএনপি মানুষ পুড়িয়ে সন্ত্রাস করে ক্ষমতা দখল করতে চায়। সেই দলেন প্রার্থী কাউকে কেউ ভোট দিতে পারেন না বলে তিনি দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
কেজেড