ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ইসিতে খালেদার বিরুদ্ধে অভিযোগ দেবে ১৪ দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, এপ্রিল ২৫, ২০১৫
ইসিতে খালেদার বিরুদ্ধে অভিযোগ দেবে ১৪ দল

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিতে রোববার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনে (ইসি) যাবে ১৪ দল।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে এ কথা জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।



তিনি অভিযোগ করেন, অস্ত্র নিয়ে ভোট চাইতে নেমেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনী আইন বহির্ভূত গাড়িবহর নিয়ে ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট চেয়েছেন। তার (খালেদা জিয়া) বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদে লিখিত অভিযোগ দিতে আমরা (১৪ দল) রোববার নির্বাচন কমিশনে যাবো।
 
নাসিম বলেন, বিএনপি সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইছে। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তারা সেনাবাহিনীকে নির্বাচনী মাঠে রেখে কি উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়! ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে ও আন্দালনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া সেনাবহিনীকে উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি নেত্রীর উদ্দেশে নাসিম বলেন, ক্ষমতায় থাকাকালে মাগুরা ও রাজশাহী সিটি নির্বাচনে জোর করে ভোট জালিয়াতি করেছিলেন। এখন নির্বাচন কমিশন নিয়ে বিতর্কিত কথা বলার সময় আয়নায় নিজের চেহারাটা দেখে নেবেন! এই নির্বাচন কমিশনের অধীনে শুধু জাতীয় নির্বাচন নয়, উপজেলা ও ৮ সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওইসব নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। প্রতিটি নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে উপস্থিত ছিলেন জাসদ নেত্রী শিরিন আক্তার, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসইউজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।