ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পেট্রোলবোমার রাজনীতি প্রতিহত করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, এপ্রিল ২৫, ২০১৫
পেট্রোলবোমার রাজনীতি প্রতিহত করতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পেট্রোলবোমার রাজনীতিকে শুধু ঘৃণা জানানো নয়, একে প্রতিহত করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা এবং কৃতী খেলোয়াড়দের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

          


খালেদা জিয়া আবার পেট্রোলবোমার রাজনীতি টেনে আনার অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেন তিনি।

মেনন আরো বলেন, শিক্ষানীতি পরিবর্তন করে বাস্তবায়ন করায় শিক্ষার আমূল পরিবর্তন হয়েছে। ফলাফল ভালো হচ্ছে। বছরের প্রথম দিনেই স্কুলের ছেলেমেয়েরা বই পাচ্ছে। ‍

নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর, জেলা প্রশাসক আ. গাফ্ফার খান ও পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।