ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

কুবিতে ছাত্রলীগের ধর্মঘট চলছে

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, এপ্রিল ২৬, ২০১৫
কুবিতে ছাত্রলীগের ধর্মঘট চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজের মুক্তির দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দেয়।


 
রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে ইলিয়াছ সমর্থিত নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করে প্রধান ফটক ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয়। পরে শিক্ষকদের অনুরোধে তারা একাডেমিক ভবনের তালা খুলে দেয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, সকাল থেকে পূর্ব নির্ধারিত কোনো পরীক্ষা হয়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো শহর থেকে ছেড়ে এলেও ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারেনি।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি (ইলিয়াছ সমর্থিত) রেজা-ই ইলাহি বলেন, যতক্ষণ পর্যন্ত ইলিয়াছ ভাইয়ের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এ ধর্মঘট চলবে।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে ইলিয়াস হোসেন সবুজকে অস্ত্রসহ আটক করে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।