ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভোটে আছি, থাকব : তাবিথ আউয়াল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, এপ্রিল ২৬, ২০১৫
ভোটে আছি, থাকব : তাবিথ আউয়াল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যতোই হামলা-মামলা হোক, ভোটে আছি, থাকব, বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে শ্যামলী এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে তিনি একথা বলেন।



তাবিথ বলেন, নির্বাচন কমিশনকে আগেও বলেছি, এখনও বলছি, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করুন। আশা করি, নির্বাচন কমিশন তার দায়িত্ব থেকে ভোটের দিন অন্তত সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হই বা না হই জনগণের পাশে আছি, থাকব। তবে আমার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হব বলে আশা রাখি।

এ সময় তিনি ঢাকা উত্তরের অপর মেয়রপ্রার্থী মাহী বি চৌধুরীর ওপর হামলার নিন্দা জানান।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
ফোন-এসএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।