ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘গণতন্ত্রকে হত্যা করা হয়েছে’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, এপ্রিল ২৬, ২০১৫
‘গণতন্ত্রকে হত্যা করা হয়েছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সুস্থ রাজনীতিতে ফিরতে না পারলে আমাদের সমাজ পিছিয়ে পড়বে। দেশের মানুষ গণতন্ত্রপ্রিয়।

এই গণতন্ত্রের জন্য মানুষ বারবার রক্ত দিয়েছে। কিন্তু দেশের গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে।

রোববার দুপুরে গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় পহেলা বৈশাখে টিএসসিতে যৌন নিপীড়নকারীদের কঠিন শাস্তি দাবি করে যারা নিরাপত্তা দিতে পারে না তাদের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।