ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

হাসিনাকে খালেদা

এবার দম্ভ ত্যাগ করুন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, এপ্রিল ২৬, ২০১৫
এবার দম্ভ ত্যাগ করুন ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় থেকে অনেক অপরাধ করেছেন। ধরাকে সরা জ্ঞান করেছেন।

এবার দম্ভ ত্যাগ করুন। সব দিন সমান যায় না। ক্ষমতা ছাড়তে ভয় পাবেন না। আমরা আপনার মতো প্রতিহিংসা পরায়ণ নই।

রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আরো ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ‘আদর্শ ঢাকা আন্দোলন’ আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদসহ ২০ দলের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
জেডএম

** ভয় পাবেন না, নামতে সাহায্য করবো
** ‘সিটি নির্বাচন সরকারের টেস্ট কেস’
** কাঁদলেন খালেদাও
** ‘নষ্ট রাজনীতিতে চ্যাম্পিয়ন আ’লীগ’
** ‘হাসিনার কান্নাকে মানুষ অভিনয় হিসেবে নিয়েছে’
** হামলার জন্য ছাত্রলীগকে দুষলেন খালেদা
** ‘গণতন্ত্রকে হত্যা করা হয়েছে’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।