ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বহিরাগতদের নির্বাচনী এলাকায় পেলেই ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, এপ্রিল ২৬, ২০১৫
বহিরাগতদের নির্বাচনী এলাকায় পেলেই ব্যবস্থা

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনী এলাকায় বহিরাগতদের পাওয়া গেলেই পুলিশ ও জেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে।

এতে বহিরাগত বলতে যারা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা নন বা ভোটার নন অথবা কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে এসেছেন তাদের বোঝানো হয়েছে।
 
পরিপত্রে ২৫ এপ্রিলের মধ্যেই এসব বহিরাগতকে নির্বাচনী এলাকায় অবস্থান করতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে অন্য এলাকার প্রভাবশালীরা নির্বাচনী এলাকায় অবস্থান করলে বা অবৈধ প্রভাব বিস্তার করলে অথবা করার চেষ্টা করলে পুলিশ ও জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বহিরাগত শব্দটির ব্যাখ্যা দিয়ে বলেন, বহিরাগত বলতে যারা নির্বাচনী এলাকায় থাকেন না, যে কোনো প্রয়োজনে আসা-যাওয়া করেন তাদের বোঝানো হয়েছে। যারা সিটি করপোরেশনের ভোটার নন কিন্তু চাকরি বা কর্মস্থল সূত্রে সংশ্লিষ্ট সিটি করপোরেশনে বসবাস করেন, তারা এ নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন না।

তিনি বলেন, নির্বাচনী এলাকায় যাদের কোনো কাজ নেই, যেখানে তারা বসবাসও করে না, তাদেরই নির্বাচনী এলাকা ত্যাগ করতে হবে। কোন অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেই জন্যই বহিরাগতদের চলে যেতে বলা হয়েছে।
 
আগামী ২৮ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ এবং  চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নির্বাচনকাল অতিবাহিত হলে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না।

** আচরণবিধি লঙ্ঘন ‘কারণ দর্শানোর’ মধ্যে সীমাবদ্ধ

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা,  এপ্রিল ২৬, ২০১৫
ইইউডি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।