ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সিটি নির্বাচন হবে কি না সন্দেহ: আ স ম রব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, এপ্রিল ২৬, ২০১৫
সিটি নির্বাচন হবে কি না সন্দেহ: আ স ম রব আ স ম আব্দুর রব

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, দেশে নিরাপদ পরিবেশ নেই। সিটি নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।


 
রোববার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আব্দুল খালেকের পক্ষে ভোট চাইতে এসে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে তামাশা করা হচ্ছে। ক্যান্টনমেন্টে সেনাবাহিনী থাকা মানে সিটি করপোরেশনে সেনা মোতায়েন নয়।
 
আ স ম রব বলেন, দেশে গুম, খুন অব্যাহত রয়েছে। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই।  
 
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিন সিটির নির্বাচন যাতে নিরপক্ষ হয়, সে ব্যবস্থা করুন। জনমনে আস্থা ফিরিয়ে আনুন।
 
এ সময় জেএসডি প্রার্থী আব্দুল খালেকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫  
এমআইস/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।