ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মাহীকে দেখতে গেলেন আনিসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, এপ্রিল ২৬, ২০১৫
মাহীকে দেখতে গেলেন আনিসুল ছবি : আনিসুল হক ও মাহী বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরীর ওপর হামলা ঘটনার নিন্দা জানিয়ে তাকে দেখতে গিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুল হক।  
 
রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৭টায় মাহী বি চৌধুরীর বাসায় আওয়ামী লীগ সমর্থিত এই মেয়র প্রার্থী।


 
এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং দ্রুত মাহীর সুস্থতা কামনা করেন আনিসুল হক।

শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাতে মাহী বি চৌধুরীর ওপর হামলা করে দুবৃত্তরা। এতে মাহী মারাত্মকভাবে আহত হন।
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।