ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

শেষ দিনেও প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০২, এপ্রিল ২৭, ২০১৫
শেষ দিনেও প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০ দিন ধরে চলা ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়ে গেল। এখন অপেক্ষা ভোটের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তিন সিটি করপোরেশনে ভোটগ্রহণ।

প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। ৭ এপ্রিলের পর শেষ দিনেই জমজমাট প্রচার-প্রচারণা লক্ষ্য করা যায় নির্বাচনী এলাকায়। সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালায় মিছিল বা শো-ডাউনে বাধা নিষেধ থাকলেও তোয়াক্কা করেননি প্রার্থীরা।

রোববার সারাদিনই ব্যস্ত ছিলেন উত্তর সিটি করপোরেশনের আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। তিনি মিরপুর এলাকায় প্রচারণা চালান। বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ১০ নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনও করেন। এটা তার প্রচার-প্রচারণায় শেষ সংবাদ সম্মেলন।

শেষ দিনে বাসে চড়ে ও পায়ে হেঁটে প্রচার-প্রচারণায় অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। সকাল থেকে শাহজাদপুর থেকে প্রচার শুরু করে মগবাজার, কারওয়ান বাজার হয়ে মিরপুরে গিয়ে ভোট চান তাবিথ। বিকেলে নাবিস্কো মোড়, মহাখালী, বনানী, গুলশান ও উত্তরায় বাস প্রতীকে ভোট চান এ বিএনপি সমর্থিত প্রার্থী।

আজও প্রচারণায় ঘাম ঝড়ান ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। রোববার (২৬ এপ্রিল) সকালে সিদ্ধেশ্বরী এলাকার মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। এরপর আরামবাগ, ফকিরাপুল, মতিঝিল দিলকুশায় ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যান এবং মগ প্রতীকে ভোট চান।

অন্যান্য দিনের মতো আজও যথারীতি ব্যস্ত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। প্রচারণার শেষ দিনে যাত্রাবাড়ী চৌরাস্তায় প্রচারণা চালান তিনি। তিনি যাত্রাবাড়ীর কলাপট্টিসহ দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯, ৫০, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালান। এই সময় তিনি নগরবাসীর কাছে ‘ইলিশ মাছ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তিন সিটি করপোরেশনের মধ্যে সব থেকে বেশি ভোটার ঢাকা উত্তর সিটি করপোরেশনে। ৩৬টি ওয়ার্ডে মোট ভোটার ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৭ হাজার ৫৭১ জন ও মহিলা ভোটার ১১ লাখ ২১ হাজার ৭৪২ জন।

অন্যদিকে ঢাকা দক্ষিণে ৫৭টি ওয়ার্ডে ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ৭০ জন এবং মহিলা ভোটার ৮ লাখ ৬১ হাজার ২৯৩ জন।

চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪১টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন। পুরুষ ভোটার ৯ লাখ ৪৪ হাজার ৫৬৩ জন এবং মহিলা ভোটার ৮ লাখ ৭৮ হাজার ৩২৯ জন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমআইএস/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।