ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সিটি নির্বাচন

খোকনের ‘ইলিশে’ ভোট দেবেন প্রধানমন্ত্রী!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৬, এপ্রিল ২৮, ২০১৫
খোকনের ‘ইলিশে’ ভোট দেবেন প্রধানমন্ত্রী!

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ভোটার। ঠিকানা: রাজধানীর ধানমণ্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়ি (সূধাসদন)।



নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট অনুযায়ী, এই ঠিকানার ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজের এক নম্বর ভবনে।

এই সুবাদে ধরে নেওয়া হচ্ছে, ২৮ এপ্রিল (মঙ্গলবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী তার সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের ‘ইলিশ’ প্রতীকে ভোট দেবেন।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই কেন্দ্রেই ভোট দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২০১৩ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ওই এলাকার সংসদ সদস্য প্রার্থী ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট দিতে হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওই এলাকার মানুষদের।

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসইউজে/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।