ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভোটে বিশৃঙ্খলা নেই: গিবসন, সুষ্ঠু হচ্ছে: ফেমা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, এপ্রিল ২৮, ২০১৫
ভোটে বিশৃঙ্খলা নেই: গিবসন, সুষ্ঠু হচ্ছে: ফেমা ছবি: নাজমুল হাসান - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সকালে নির্বাচন দেখে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন বলেছেন, এখন পর্যন্ত কেনো বিশৃঙ্খলা নেই।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল নয়টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।



এর আগে কেন্দ্রের ২/১টি বুধ ঘুরে দেখেন গিবসন।

তিনি বলেন, প্রিজাইডিং অফিসার বলেছে কোনো সমস্যা হয়নি।

আরেক প্রশ্নে তিনি বলেন, কারো কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশন আছে, তারা বিষয়টি দেখবেন।

এদিকে, নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠন ফেমা’র পর্যবেক্ষক শাহজাহান সিদ্দিক ইতমধ্যে সিদ্ধেশরী গার্লস কলেজ, ভিকারুন্নেসা গার্লস কলেজসহ দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বেশ কয়েকটি ভোট কেন্দ্র পর্যবেক্ষন করেছেন।
 
এ সময় তিনি বাংলানিউজকে বলেন, ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে। তবে ভোট শুরুর দিকে ভোটাদের উপস্থিতি অনেক বেশি থাকলেও ঘন্টাখানেক পরেই তা কমে আসতে শুরু করে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সিদ্ধেশরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে সাবেক জেলা জজ ও কলামিস্ট ইকতেদার আহমেদ জানান, ভোট কেন্দ্রের ভেতরে মেয়র প্রার্থী সাঈদ খোকনের এজেন্ট ছাড়া আর কারো এজেন্ট দেখা যায়নি।

বাংলাদেশ সময় ০৯৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসকে/এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।