ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

শতভাগ আশাবাদী, ভোট দিয়ে বললেন আনিসুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৭, এপ্রিল ২৮, ২০১৫
শতভাগ আশাবাদী, ভোট দিয়ে বললেন আনিসুল ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভোট দেওয়ার পরে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাবিথ আউয়াল তার এজেন্টদের বের করে দেওয়ার যে অভিযোগ তুলেছেন সে সম্পর্কে আনিসুল হক বলেন, কে এজেন্ট আছেন কে নেই, সেটা আমি জানি না।

কোথাও থেকে কাউকে বের করে দেওয়ার অভিযোগও পাইনি। এ ধরনের ঘটনাও দেখলাম না।

তারা যদি এজেন্ট না দেন বা না দিতে পারেন, সে দায়িত্ব তো আমার নয়। সাংবাদিকরা আছেন, তারাই দেখছেন বলেও মন্তব্য করেন আনিসুল হক।   

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন আনিসুল হক। এ সময় তার পরিবারের সদস্যরাও ভোট দেন।

সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি বলেন, আল্লাহর রহমতে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ, আমি অনেক পরিশ্রম করেছি। ঢাকা উত্তরের অলিতে-গলিতে ঘুরেছি। মানুষের চোখের দিকে তাকিয়েছি, তাদের চাওয়া-পাওয়ার কথা জেনেছি।

পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে বলে জানান আনিসুল হক। অনেকে লোকজন আসছেন, স্বত:স্ফূর্তভাবে ভোট দিচ্ছেন বলে আনন্দ প্রকাশ করেন তিনি। তার আশাবাদ, সারাদিনই ভালো যাক, উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হোক।

এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখতে বের হয়ে যাবেন আনিসুল হক।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।