ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

এজেন্ট বের করে দেয়ার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, এপ্রিল ২৮, ২০১৫
এজেন্ট বের করে দেয়ার অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শান্তিনগরের লুৎফা একাডেমি হাই স্কুল এর ২০৫ ও ২০৬ নম্বর ভোট কেন্দ্র থেকে বজলুর রশীদ ফিরোজ ও নারী কাউন্সিলর প্রার্থী শম্পা বসুর এজেন্ট মঞ্জুর মঈনকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।
 
বাংলানিউজকে মঞ্জুর মইন বলেন, আমি সকাল আটটার আগেই ভোট কেন্দ্রে আসি।

পরে আমি যখন ভোট কেন্দ্রে ঢুকতে যাই তখন সাঈদ খোকনের ইলিশ মার্কার লোকজন আমার কাগজপত্র রেখে বের করে দেয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রপ্রার্থী বজলুর রশিদ। তিনি টেবিল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী কাউন্সিলরপ্রার্থী শম্পা বসু লড়ছেন কেটলি মার্কা নিয়ে।  

তিন সিটির বিভিন্ন কেন্দ্র ঘুরে বাংলানিউজের প্রতিনিধিরা জানান, ভোরের আলো ফুটতেই ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্যস্ত হয়ে পড়তে দেখা যায়। ভোটগ্রহণের সব উপকরণ প্রস্তত করতে থাকেন ভোটারদের জন্য। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও এর আগে থেকেই কোনো কোনো ভোট কেন্দ্রের সামনে ভোটারদের লাইন ধরে অপেক্ষা করতে দেখা যায়।

বাংলাদেশ সময়ঃ ১০০৪ ঘন্টা, এপ্রিল ২৮, ২০১৫
ইউএম/এমএইচপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।