ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভোটকেন্দ্রে সাংবাদিকদের বাধা দেয়া হলে ব্যবস্থা:ইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, এপ্রিল ২৮, ২০১৫
ভোটকেন্দ্রে সাংবাদিকদের বাধা দেয়া হলে ব্যবস্থা:ইসি

ঢাকা: সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে সাংবাদিকদের কর্তব্য পালনে বাধা দেয়ার অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন,সাংবাদিকরা আগে যেভাবে কাজ করেছেন সেভাবেই কাজ করবেন।

তাদের যেন পুলিশ বাধা না দেয় সে জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এরপরও যদি বাধা দেয়া হয় আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নেব।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে সুরিটোলায় ভোটকেন্দ্র স্থগিতের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, রাতে ব্যালট পেপার ছিনতাইয়ের একটা চেষ্টা হয়েছে। এটা নিয়েই একটু গন্ডগোল হচ্ছিলো। এজন্য এটা বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার চলমান ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণে বিভিন্ন ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়ার অভিযোগ পাওয়া যায়। অনেক ভোটকেন্দ্রে পুলিশ সাংবাদিকদের ঢুকতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিকরা। এর প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
 
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।