ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল, প্রতিবাদে হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল, প্রতিবাদে হরতাল বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল: টাঙ্গাইল-৪ আসনের উপ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে পুরো জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা রির্টানিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেওয়া পর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে এ হরতালের ডাক দেওয়া হয়।



দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ষড়যন্ত্রমূলক ভাবে কাদের সিদ্দিকী এবং তার সহধর্মীনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা পুরো জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১২টায় রির্টানিং কর্মকর্তা আলিমুজ্জামান জানান, কাদের সিদ্দিকী দম্পতির মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে ঋণ খেলাপীর প্রমাণ পাওয়ায় তা বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএইচ

** ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাদের সিদ্দিকীর সমাবেশ
 ** কাদের সিদ্দিকী দম্পতির মনোনয়নপত্র বাতিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।