ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বাম মোর্চার রোডমার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বাম মোর্চার রোডমার্চ ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ১৬-১৮ অক্টোবর ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে রোডমার্চ করছে গণতান্ত্রিক বাম মোর্চা।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর প্রেসক্লাবে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত এক সমাবেশ শেষে এ রোডমার্চ শুরু হয়।



সমাবেশে উপস্থিত ছিলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক, জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহ, গণতান্ত্রিক বিপ্লবি পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু জুনায়েদ সাকিসহ আরও অনেকে।

দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত সম্পূর্ণ উপেক্ষা করে সরকার রামপাল বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে উল্লেখ করে সমাবেশে বক্তারা অচিরেই এ প্রকল্প বাতিলের দাবি জানান। সেই সঙ্গে পরিবেশের ক্ষতিকারক কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের পরিবর্তে গ্যাসভিত্তিক প্রকল্প স্থাপনের পরামর্শও দেন তারা।

বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্পই আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাবের সামনের সড়কে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫/আপডেট: ১১৪৬ ঘণ্টা
এমআইএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।