ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় ৪ যুবলীগকর্মী আহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় ৪ যুবলীগকর্মী আহত

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি প্রতিষ্ঠানের জমি ভরাটের বালু সরবরাহকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবলীগের ৪ কর্মী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।



আহত যুবলীগ কর্মীরা হলেন, শাহাব উদ্দিন (২৬), মো. লোকমান (৩০), মো. মিলন (২৮), ও মো. মাসুদ (২৯)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত শাহাব উদ্দিন জানান, গত কয়েকদিন ধরে স্থানীয় নাহার অ্যাগ্রো হ্যাচারির জায়গা ভরাটের জন্য স্থানীয় ঠিকাদারের মাধ্যমে বালু সরবরাহের কাজ চলছে। এ নিয়ে কথা বলতে তারা প্রতিষ্ঠানের কর্মকর্তা আলা উদ্দিনের সঙ্গে দেখা করতে যান।

এ সময় যুবলীগের অপর গ্রুপের ৭/৮ জন অস্ত্রধারী  অতর্কিতে হামলা চালিয়ে তাদের আহত করে।

এ ব্যাপারে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেব নাথ বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।