ঢাকা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বেশ কয়েকটি দুর্গামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পরিদর্শনের বিষয়টি জানানো হয়।
পূর্জামণ্ডপ পরিদর্শনের সময় রাজারবাগ কালি মন্দির-সহ বিভিন্নস্থানে বক্তব্যও রাখেন।
তিনি তার বক্তব্যে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সকল ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন দৃঢ় করে ও ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে। হিংসা-বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠাই হচ্ছে সকল ধর্মের মানুষের ব্রতী ও কর্তব্য।
দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অপশক্তি অশুরকে বিনাশ করে স্বর্গীয় শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে সুবিচার ও ন্যায় নিশ্চিত হবে।
গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, মজলুম জননেতা মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সকল সময়ই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। বাংলাদেশ ন্যাপ এদেশের সকল ধর্মের, সকল বর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেছেন, ধর্মীয় সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ, যেখানে সকল মানুষ বাস করে সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝেই। যদিও ষড়যন্ত্রকারী অশুভ শক্তি বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ষড়যন্ত্র করে থাকে। কিন্তু, দেশের ধর্ম-বর্ণ সকল মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের কারণে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে বার বার।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
বিএস