ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে এসআইকে লাঞ্ছিত করলো আ’লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
দিনাজপুরে এসআইকে লাঞ্ছিত করলো আ’লীগ নেতা

দিনাজপুর: দিনাজপুর শহরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটকের পর ছেড়ে না দেওয়ায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনকে লাঞ্ছিত করেছেন স্থানীয় এক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় দিনাজপুর স্টেডিয়ামের প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দিনাজপুর স্টেডিয়ামের প্রধান গেটের সামনে সদর উপজেলার সুন্দরা বোয়ালমারী গ্রামের সুজন ও আরেফিন নামে দুই যুবক মোটরসাইকেলে করে এলে কোতোয়ালি থানার মোবাইল-১ এর দায়িত্বরত কর্মকর্তা এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় পুলিশ তাদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ডটি দেখতে চাইলে তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়াকে মোবাইলে ফোন দেন।

মোবাইলে জিয়াউর রহমান মোটরসাইকেলটি ছেড়ে দিতে বললে রুহুল আমীন তাতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে জিয়া তাৎক্ষণিক একটি ইজিবাইকে করে ঘটনাস্থলে এসে রুহুল আমিনকে প্রকাশ্যে উপস্থিত শতশত জনতার সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর পর জিয়া রুহুল আমিনের হাত থেকে আটক মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। এটি খতিয়ে দেখা হচ্ছে।

এসআই রুহুল আমিন জানান, আটক মোটরসাইকেলটি ছেড়ে না দেওয়ায় এ ঘটনা ঘটেছে।

দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আঙ্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।