ঢাকা: সুন্দরবন রক্ষায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে ১৬-১৮ অক্টোবর গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান গণতান্ত্রিক বাম মোর্চার আহ্বায়ক সাইফুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবি পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, বাসদের কেন্দ্রীয় নেতা সুব্রত চক্রবর্তীসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, শান্তিপূর্ণ রোডমার্চের সময় ঝিনাইদহ, যশোর ও মাগুরায় পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে ১৮ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এ হামলার নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।
সরকার সুন্দরবন ধ্বংসের নীতি হাতে নিয়েছে উল্লেখ করে আগামী বুধবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও ৫ নভেম্বর দেশব্যাপী সুন্দরবন সংহতি দিবস পালনের ঘোষণা দেন সাইফুল হক।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমএম/আরএইচ