ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘সাকা পাকিস্তান-আমেরিকার এজেন্ট’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, অক্টোবর ২০, ২০১৫

গাজীপুর: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে পাকিস্তান ও আমেরিকার এজেন্ট বলে অভিহিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, পাকিস্তানি ও আমেরিকানকে সাক্ষী বানানোয় প্রমাণিত হয়েছে সাকা তাদের এজেন্ট হয়ে কাজ করেছেন।



মঙ্গলবার  (২০ অক্টোবর) বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় মন্ত্রী এ কথা বলেন। স্থানীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের হত্যাকারীদের বিচার দাবিতে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

সভার প্রধান অতিথি মন্ত্রী বলেন, জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার পর পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব উত্থাপন প্রমাণ করে, কাদের মোল্লা পাকিস্তান সমর্থক জামায়াতের লোক ছিলেন। আর পাকিস্তানি ও আমেরিকানকে সাফাই সাক্ষী বানানোয় প্রমাণিত হয়েছে, গত ৪৪ বছর ধরেই সাকা তাদের এজেন্ট হয়ে কাজ করেছেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসিম কবিরের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, আডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।