ঢাকা: আওয়ামী লীগ ২০১৯ সালের আগে ক্ষমতা ছাড়বে না বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ২০১৯ সালের আগে ক্ষমতা ছাড়বো না।
বুধবার (২১ অক্টোবর) মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মায়া।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরও বলেন, মা (খালেদা জিয়া) ও ছেলে (তারেক রহমান) ষড়যন্ত্র করে মানুষ হত্যা করছে। মানুষ হত্যা না করলে তাদের ভালো লাগে না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে মায়া বলেন, শত শত মানুষ হত্যা করেছেন, এ জন্য দেশের মানুষের কাছে আপনার ক্ষমা চাইতে হবে। আপনি ষড়যন্ত্র করে দেশে কিছুই করতে পারবেন না। ষড়যন্ত্র করে দেশে কিছু হবে না। আন্দোলন করে সরকারের কিছু করতে পারবেন না। নির্বাচনে আসতে হবে।
মায়া প্রজন্ম লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সংগঠনের সদস্য করার আগে ভালোভাবে যাচাই করে, খোঁজখবর নিয়ে তারপর সদস্য করবেন। আমারা বলি ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ষড়যন্ত্রকারীরা সংগঠনের সদস্য হয়ে যেতে পারে। ডেকে ডেকে কাউকে মিছিলে আনবেন না। সদস্য করার আগে সম্পূর্ণ জেনে শুনে তারপর করবেন। সংগঠনের প্রতি যাদের দরদ আছে তাদেরই সদস্য করবেন। আপনারা সাবাই রাসেল হবেন। রাসেলের প্রতি সম্মান দেখাতে হলে সবাইকে রাসেলের মতো হতে হবে। আপনারা মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি, আপনাদের মুক্তিযোদ্ধাদের আদর্শে অনুপ্রাণিত হতে হবে।
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাথীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসকে/এমজেএফ