সিলেট: আরও এক বছর স্বপদে বহাল থাকছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা। প্রায় বছরখানেক আগে এ কমিটির মেয়াদোত্তীর্ণ হলেও এখনই সম্মেলন করতে ‘অপারগতা’ প্রকাশ করছেন বিধায় বছরখানেকের মধ্যে তাদের আর পদ ছাড়তে হচ্ছে না।
বুধবার (২১ অক্টোবর) রাতে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ রাজনীতিবিদ মুহিত। তার বাসভবন সিলেট নগরীর ধোপাদিঘীর পাড় হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এ আলোচনা।
সূত্র জানায়, আলোচনায় মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে সম্মেলনের প্রস্তুতির নির্দেশ দেন মুহিত। এজন্য সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির নেতাদের ছয় মাস সময় বেঁধে দেন তিনি। কিন্তু নেতারা মহানগরের সব ক‘টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনে আরও এক বছর সময় চান। এতে সম্মতি দেন মুহিত।
আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিতের সামনে সংগঠনের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদ্বয়।
জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক মরহুম আব্দুজ জহির চৌধুরী স্মরণে আলোচনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এতে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরান আহমদ, মহানগরের সহ-সভাপতি সিরাজ বখত, মফুর আলী, যুগ্ম-সম্পাদক আলাওর রহমান আলেওয়ার, বিজিত চৌধুরী, মহানগরের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের সুজাত আলী রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১১ সালের ২১ নভেম্বর ৭০ সদস্যের সিলেট জেলা ও ৭১ সদস্যের মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১১ মাস আগে তিন বছরের এই কমিটির মেয়াদ শেষ হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এনইউ/এইচএ