টাঙ্গাইল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বয়র চন্দ্র রায় বলেছেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে বাকশাল কায়েমের আরেকটা কৌশল। স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভাবে করার মানেটা হলো প্রশাসনকে জানিয়ে দেওয়া যে, নৌকা মার্কা পাস করিয়ে দিতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকমী।
গয়েশ্বয় রায় আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হলে জনগণ ভোটও দিতে পারবে না এবং সেখানে দাঙ্গা মারামারিসহ অতিমাত্রায় মামলা মোকদ্দমা হবে। নির্বাচনের আগে অন্য দলের প্রার্থীরা গ্রেফতার হবেন। সুতরাং এই নির্বাচন হবে বাকশাল কায়েমের আরেকটা কৌশল।
সারা দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গা পূজা পালনের কথা স্বীকার করে বিএনপির এই নেতা বলেন, এতে সরকারের কোনো কৃতিত্ব নেই। এটা এদেশের মানুষের একে অপরের প্রতি সম্প্রীতির যে বন্ধন রয়েছে তারই কারণে হয়ে থাকে।
এর আগে দুপুরে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএইচ