ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদা লন্ডনে, শান্তিপূর্ণ বাংলাদেশ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
‘খালেদা লন্ডনে, শান্তিপূর্ণ বাংলাদেশ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: ‘খালেদা জিয়ার অগ্নিসন্ত্রাস নির্মূল করা হয়েছে। তিনি এখন লন্ডনে থাকায় বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশে পরিণত হয়েছে’।

 
 
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মাদারীপুরের লেকের পাড় ময়দানে ৯ম আন্তর্জাতিক মানের চিকিৎসা শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন।  
 
স্থানীয় আচমত আলী ফাউন্ডেশন ও তায়েবা মেডিকেল সেন্টারের যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক মানের এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে তার মেয়ে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুই বিদেশির মৃত্যুর পর বিদেশিদের নিয়ে এই চিকিৎসা কার্যক্রম করা বিরল। আমেরিকা, কেনিয়া থেকে প্রায় ২০ জন চিকিৎসক এসেছেন এখানে। তাদের নিরাপত্তা নেই -একথা তারা চিন্তাও করেন না।
 
অনুষ্ঠান শেষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান দুই বিদেশি হত্যাকাণ্ডের বিষয়ে বলেন, দুই বিদেশি হত্যার প্রকৃত কারণ উদ্ধারে তদন্ত চলছে। শীঘ্রই এর মূল রহস্য বের হয়ে আসবে।  
 
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার হোসেন, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।