ঢাকা: শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপেচষ্টা বলে মনে করছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
শনিবার (২৪ অক্টোবর) দলের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে মত দেন।
বিবৃতিতে তারা বলেন, শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার মাধ্যমে একজনকে হত্যা ও অসংখ্য লোককে আহত করা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টেরই অপচেষ্টা। দুষ্কৃতিকারীদের হাত থেকে একটি সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা প্রদানে পুলিশ ও সরকারের ব্যর্থতা সর্বস্তরের জনগণের মধ্যে সন্দেহবোধ বাড়িয়ে দিয়েছে।
জেএসডি সভাপতি ও সাধারণ সম্পাদক এ হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এইচএ/