বান্দরবান: বান্দরবানে জামায়াত-শিবিরের আটক ৪২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফ এ আদেশ দেন।
এরআগে শুক্রবার দুপুরে শহরের ইসলামী পাঠাগারের সম্মেলন কক্ষ পৌর জামায়াতের আমির রেজাউল করিম, জেলা শিবিরের সভাপতি ইমরানুল হক, জামায়াত নেতা সাতকানিয়ার অলি আহম্মদ বীর বিক্রম কলেজের প্রভাষক হামিদ হাসানসহ ৪২ নেতাকর্মীকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমির হোসেন বাংলানিউজকে জানান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহাবুবুর রহমান ও বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান আটকদের জিজ্ঞাসাবাদ করেছেন।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসআর